মাঠের বাইরে এক অজানা লিওনেল মেসি
মাঠের বাইরে এক অজানা লিওনেল মেসি
আর্জেন্টাইন জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়দের একজন কিন্তু এর বাইরে তার আরও একটি পরিচয় রয়েছে। যা হয়তো অনেকেরই অজানা।লিওনেল মেসি হচ্ছে বিশ্বের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়ারদের মধ্যে একজন। আজকের আমরা জানবো লিওনেল মেসি মাঠের বাইরে আর কি কি পেশার সাথে যুক্ত রয়েছেন।
খেলার মাঠে মেসি মিলিয়ন মিলিয়ন টাকা উপার্জন করে কিন্তু মাঠের বাইরে যে তিনি একজন সফল ব্যবসায়ী সেটা কি আপনাদের জানা আছে ?
গতবছর মেসি মাঠের বাইরে প্রায় 55 মিলিয়ন ডলার আয় করেছিল এর মাধ্যমে তিনি খেলোয়াড়দের মধ্যে টেনিস আইকন রজার ফেদেরার এবং এনবিএ সুপারস্টার LeBron James টপকে প্রথম স্থানে আসেন।
মেসি একজন গ্লোবাল ব্যান্ড অ্যাম্বাসেডর।
জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাসের সাথে মেসির আজীবন চুক্তি রয়েছে।২০০৬ সালে প্রথম অ্যাডিডাসের সাথে চুক্তিবদ্ধ হন এবং দীর্ঘদিন ধরে ব্র্যান্ডের প্রধান পরিচিতি মুখ ছিলেন তিনি। 2017 সালে, তিনি ব্র্যান্ডের সাথে একটি আজীবন চুক্তি স্বাক্ষর করেন। বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে এই চুক্তি করার মাধ্যমে মেসি বছরে প্রায় 25 মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করবে।
এদিকে,
গত জুনে প্রথম কোন খেলোয়ার হিসাবে হার্ড রক ইন্টারন্যাশনালের সাথে তিনি ব্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হউন। এর বাইরে Adidas, Budweiser এবং PepsiCo-এর সাথে তো চুক্তি রয়েছেই তাঁর।
২০২২ সালের অক্টোবরে, মেসি ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম বিটগেটের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন, এই চুক্তির টাকার পরিমান প্রকাশ করা হয়নি।
ভারতীয় edtech কোম্পানি Byju's এর সাথে ২০২২ এর নভেম্বরে তিনি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তিবদ্ধ হউন।
রয়টার্স অনুসারে, মেসি আরেকটি ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম ‘‘সোসিওস’’ কোম্পানির সাথে ‘’ফ্যান টোকেন’’ নামে একটি কাম্পাইনে চুক্তিভুক্ত হউন, যা তাকে তিন বছরে 20 মিলিয়ন ডলার প্রদান করবে।
এছাড়াও মেসির সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ৪০১ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যার মাধ্যমে তিনি বিভিন্ন ব্যান্ড প্রমোটিং করে থাকেন, তিনি প্রতি ইনস্টাগ্রাম পোষ্টের জন্য ১.৭৭ মিলিয়ন ডলার চার্জ করেন।
মেসির ‘The Messi Store’ নামে নিজস্ব একটি পোশাক ব্যান্ড রয়েছে। ২০১৯ সালে, বার্সেলোনায় তার প্রথম আউটলেট খোলেন। আর এটি বার্সেলোনার বেশ জনপ্রিয় একটি ব্যান্ডও বটে।
The Messi Store টিমের ব্র্যান্ড ম্যানেজারের দায়িত্বে আছেন ‘মারিয়া সল মেসি’, যিনি লিও মেসির ছোট বোন। তিনি মূলত নিজের সৃজনশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে মেসির ব্র্যান্ডের ভিশন পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে আছেন ‘জিনি হিলফিগার’, যিনি Tommy Hilfiger এবং FILA-এর মতো শীর্ষ পোশাকের ব্র্যান্ডে দীর্ঘদিন কাজ করেছেন।
লিও মেসি ফুটবলের বাইরে তার ব্যবসার পরিধি দিন দিন বৃদ্ধি করে চলেছেন এর মধ্যে রয়েছে মেসির বিলাসবহুল হোটেল আর রিসোর্ট এর ব্যবসা। বর্তমানে তাঁর একটি রিসোর্ট রয়েছে যার নাম Hotel MiM Baquiera, যা কিনা স্পেনের সবচেয়ে বড় শীতকালীন রিসোর্ট।
তিনি বিখ্যাত চার তারকা MiM হোটেলের মালিক। ফোর্বস একটি তথ্য অনুসারে, চার তারকা হোটেলটিতে রয়েছে 141 টি কক্ষ এবং এতে একটি স্পা, একটি ইনডোর সুইমিং পুল, একটি ফিটনেস সেন্টার এবং মাউন্টেন গাইড পরিষেবা রয়েছে। হোটেলটি ম্যাজেস্টিক হোটেল গ্রুপ দ্বারা পরিচালিত, যা কিনা তার ভাই রদ্রিগো পরিচালনা করেন। ম্যাজেস্টিক হোটেল গ্রুপের ইবিজা, মেজোর্কা এবং বার্সেলোনায় বেশ কিছু রিসর্ট রয়েছে।
এদিকে,
বিশ্বকাপ শেষ হওয়ার পর পরেই জানা যায়, লিওনেল মেসি একটি নতুন বিনিয়োগ সংস্থা চালু করেছেন, হ্যাঁ ঠিকই শুনেছেন! তাঁর এই সংস্থা বিশ্বব্যাপী বিনিয়োগ করবে খেলাধুলা, প্রযুক্তি এবং মিডিয়া স্পেসগুলিতে।
মেসির নতুন কোম্পানির নাম প্লে টাইম, আর এই কোম্পানি দিয়ে মেসি বিখ্যাত সিলিকন ভ্যালিতে তাঁর ব্যবসা শুরু করলেন, প্লে টাইম ইতিমধ্যে Matchday.com গেমিং প্লাটফর্ম এবং জার্সি মার্কেটপ্লেস এসি মোমেন্টোতে বিনিয়োগ করেছে।
মেসি বলেন যে ‘I am excited to extend our roots into Silicon Valley, and I am thrilled that Play Time will collaborate with daring entrepreneurs from all over the world.
পরিশেষে,
ফোর্বসের এর একটি তথ্য মতে, মেসি তার ক্যারিয়ারে মাঠে এবং মাঠের বাইরে প্রায় 1.15 বিলিয়ন ডলার আয় করেছেন। বর্তমানে মাত্র তিনজন সক্রিয় ক্রীড়াবিদ - লেব্রন জেমস, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং টাইগার উডস - এর চাইতে বেশি আয় করেছেন।
photo: Internet
লেখাঃ আকাশ চন্দ্র দাস ; ২০২২-১২-২৮; রাত ১১ঃ৫১
Comments
Post a Comment