ইভ্যালির চেয়ারম্যান ও সিইও যেতে পারবেন না দেশের বাইরে-দুদক!


 



অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 


গত বৃহস্পতিবার তাদের দুজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুদক, এর জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে দুদক।


দুদক জানায়, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আসা অভিযোগের অনুসন্ধানে সময় তারা জানতে পারে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন।


 দুদক আরো বলে, অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে।এই জন্য তারা চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে


Comments