জরিমানা দিয়ে ছাড়া পেলো এভার গিভেন!



গত মার্চ মাসে সুয়েজ খালে আটকা পড়ে কনটেইনারবাহী জাহাজ এভার গিভেন, প্রায় তিন মাস ধরে জাহাজ মালিকপক্ষ ও বিমা কোম্পানির সঙ্গে সুয়েজ খাল কর্তৃপক্ষের নানা মিটিংয়ের পর ক্ষতিপূরণ চুক্তি হয়। অবশেষে মিসর থেকে মিসরের ছাড়া পেলো জাহাজটি।


মিসর এভার গিভেন জাহাজের মালিকপক্ষের থেকে প্রায় ৫৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে। সুয়েজ খাল কর্তৃপক্ষ জানায়, এভার গিভেন জাহাজটি আটকে যাওয়ার কারণে দিনে এক থেকে দেড় কোটি ডলারের লোকসানে পড়তে হয়েছে।


শুরুতে মিসরের দাবি ছিল, ৯১ কোটি ৬০ লাখ ডলার। কিন্তু পরে সেটা ৫৫ কোটি ডলার নির্ধারিত হয়, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬৭৫ কোটি টাকা।


গত ২৩ মার্চ সুয়েজ খালে আটকা পড়ে কনটেইনারবাহী জাহাজ এভার গিভেন। দুই লাখ টনের এই জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়। ছয় দিন পর মুক্ত করা হয় এভার গিভেনকে। অবশেষে ক্ষতিপূরণ দিয়ে ১০৬ দিন পর ৭ জুলাই বুধবার জাহাজটি সয়েজ খাল ত্যাগ করে।


২০১৮ সালে তৈরি বিশাল এই জাহাজটি। জাহাজের দৈর্ঘ্য ৪০০ মিটার এবং ওজন প্রায় ২ লাখ ২০ হাজার টন।জাহাজটি প্রায় ২০ হাজার কনটেইনার ধারণ করতে পারে।জাহাজটি সুয়েজ খালে আটকা পড়ায় সময় জাহাজটিতে ১৮ হাজার ৩০০ কনটেইনার ছিল। 


সূত্র: রয়টার্স

Comments