আমির-কিরণের ডিভোর্সের সিদ্ধান্ত! কিন্তু কেনো?



 বলিউড সুপারস্টার আমির খান ও তার স্ত্রী পরিচালক কিরণ রাও তাদের ডিভোর্সের ব্যাপারে মিডিয়াকে জানিয়েছেন।

তারা বলেন,

সংসার জীবনের পনের বছর একসাথে থেকে অভিজ্ঞতা, সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন তারা, তাদের দুজনের সম্পর্কে বিশ্বাস, শ্রদ্ধা ও ভালবাসায় পূর্ন হয়ে ছিলো। এখন তারা দুজনেই জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চান।

পনের বছর সংসার জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে, তার নাম আজাদ। 

আমির - কিরণ জানান তারা আলাদা হয়ে গেলেও একে অপরের পরিবারের অংশ হয়েই থাকবেন এবং তারা দুজনই মিলে তাদের ছেলে সন্তান আজাদের দেখাশোনা করবেন।

তারা আরো জানান,

বেশ কিছু দিন থেকেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।বর্তমানে আলাদা হয়ে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করতে চান।

১৯৮৬ সালে আমির খান প্রথম বিয়ে করেন রিনা দত্তকে। তাদের ষোল বছরের সংসার জীবন শেষ হয় ২০০২ সালে। আমির - রিনার পরিবারে দুটি সন্তান রয়েছে, জুনাইদ খান এবং ইরা খান। 

প্রথম সংসার বিচ্ছেদ এর পরে, 

আমির ও কিরণ রাও ২০০৫ সালের ২৮শে ডিসেম্বর বিয়ে করেন।তাদের পুত্র সন্তান আজাদ ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয়।

বর্তমানে তাদের পনের বছর এর সংসার জীবন ছেড়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


কিরণ রাও, আমির খানের বেশ কিছু চলচিত্রের পরিচালক ও প্রযোজক এর দায়িত্ব পালন করেছেন। যেমন: লাগান, দাঙ্গাল,জানে তু ইয়া জানে না, পিপলি লাইভ, ধোবিঘাট, দিল্লি বেলি, তালাশ,সিক্রেট সুপারস্টার সহ বেশ কিছু চলচিত্রে।

Comments