আজ রাতে ঢাকায় ফিরছেন মুশফিকুর রহিম!


 

ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজ না খেলেই আজ রাতে ঢাকায় ফিরছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটম্যান আর উইকেট কিপার মুশফিকুর রহিম।


করোনা আক্রান্ত বাবা ও মায়ের পাশে থাকতে ও তাদের দেখাশুনা করতে চলমান জিম্বাবুয়েতে ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছেন তিনি।


জানা যায়,

মুশফিকুর রহিমের বাবাকে ইতিমধ্যেই বগুড়া থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।


এদিকে বিসিবি মুশফিকুর রহিমের বিকল্প হিসাবে কোনো নতুন খেলোয়াড় নিচ্ছেন না জিম্বাবুয়েতে এর মূল কারণ হতে পারে ওয়ানডের জন্যে সতেরো সদস্যের বড় দলের জিম্বাবুয়ে সফর। অন্যদিকে টি টুয়েন্টি ম্যাচের অতিরিক্ত খেলোয়াড়রাও বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছেন।


অতিরিক্ত খেলোয়াড় থেকেই বর্তমানে ওয়ানডে দলে নতুন কাউকে সুযোগ দেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



Comments

Popular posts from this blog

Top 10 Hottest Peppers in the World (2021 Edition)