ম্যাচিউর হতে হলে যে গুণাবলী থাকা উচিত!
ম্যাচিউরিটি শব্দের অর্থ পরিপক্বতা। মনোবিজ্ঞানের মতে, ম্যাচিউরিটি হলো পরিবেশ ও পরিস্থিতির সঠিক সময় সম্পর্কে সচেতন থাকা এবং কখন কী করা উচিত তা বুঝতে পারা।
ম্যাচিউরিটি কখনো বয়সের সাথে আসে না বরং জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আসে। আজ জানবো কোন কোন কাজ গুলো করলে আর না করলে নিজেকে ম্যাচিউর করা সম্ভব :
১) কারোর সমালোচনা না করা। সমালোচনা আপনাকে ব্যাক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিউর মানুষ সমালোচনা করে না।
২) কারোর সাথে তর্ক না করা। তর্ক করলে আপনাকে হারতে হবে
নাহলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচউর মানুষ কখনো তর্ক করে না।
৩) অন্যদের কে সম্মান দিতে হবে। তাহলেই অন্যরা সবসময় আপনাকে মূল্যায়ন করবে। তারা কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবেন না।
৪) বাবা মা কে অসম্মান না করা। কারণ মা বাবা একমাত্র স্বার্থহীন ভাবে আমাদের জন্যে সব কিছু করেন আর ভালোবাসেন।
৫) যেকোনো ধরনের পরিবর্তন কে মেনে নেওয়া। কারণ জীবনে পরিবর্তন আসবেই।
৬) অন্যর সাথে নিজেকে তুলনা না করা। কারণ, পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী।তাই কখনো নিজেকে বা অন্যকে ছোট করে না দেখা।
৭) নিজের ভুল স্বীকার করতে হবে এবং তা ভুল থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। আর কখনো অভিযোগ না করা।
৮) কখনো অন্যর ভুল দেখে তাকে অবহেলা না করা। অন্যের দোষত্রুটি নিয়ে সমালোচনায় না করা। বরং তাদের সাফল্য নিয়ে প্রশংসা করা।অন্যের ভুল গুলো তাদের ব্যাক্তিগতভাবে দেখিয়ে দিয়ে সঠিক পথে নিয়ে আসা একজন ম্যাচিউর মানুষের কাজ।
৯) প্রত্যেক মানুষের নিজস্ব মতামত আছে। তাই সবসময় নিজের মতামতকে গুরুত্ব না দিয়ে অন্যের মতামতকেও গুরুত্ব দিতে হবে।
তাদের কোনো মতামতকেই ছোট করে না দেখা।
Comments
Post a Comment