বৃষ্টি নেমেছে
বৃষ্টি নেমেছে
বৃষ্টি নেমেছে আজ
মেঠো পথে!
হাটছি আমি একা নিরজনে!
অনেক কথা ছিলো না বলা
সময় হয়ে উঠেনি যে!
রাতের আকাশ আধার কালো
হয়ে নিশ্চুপ!
বাইরে বইছে বাতাস,উদাস তাও মেঘ
কতদিন তোমায় দেখি না যে
কোলাহল ঐ রাস্তায় হেটে যাওয়া তুমি!
পিছন ফিরে আর দেখো না যে
শ্রাবণের গল্প কথায়!নীল মেঘ হয়ে আসো না যে!
মনের ক্যানভাস এ তোমার আকা ছবি
ইচ্ছে করে এখন আর দেখো না যে!
শিশির ফোটায় তোমার প্রিয় মানুষ
হাটে না তো সে ঐ চেনা পথে!
ভোরের কুয়াশায় তো পাখিও ডাকে,
সিগারেট ধোয়ায় আর তোমার ডাক শুনি না যে!
ছেঁড়া জুতো আর হাড় না মানা শীত
ইচ্ছে করেও আর বেরই না তো
তোমার নামে লেখা সে কাব্যে!
এখনও তুমি বৃষ্টি দেখো,
ইচ্ছে হলে কি আর হাত টা বাড়াও!
অন্যমনে বসে ঘরের এক কোনায়,
ভাবছো কি তুমি উদাস মনে!
হ্যা, বৃষ্টি নেমেছে আজ সাঁঝেরবাতি তেও
তবুও কি বন্ধ হবে!তোমার আমার প্রার্থনা!
উদাস মনে বসে ভাবছি আমি,
এই শ্রাবণ ছুঁয়ে যাক তোমার মনের-দার
কাশফুলের সাথে হয় নি কখনো মিলন,
ঘাসফুল গুলো তাই আর ফোটে না তো!
অথিতি পাখিরা সব করে কলোরব,
কতদিন তোমায় দেখি নাহ যে!
বৃষ্টি নেমেছে আজ
মেঠো পথে!
তোমার আমার দেখা হয়নি তো
একশ কোটি বছর!!
Comments
Post a Comment