Posts

Showing posts from May, 2021

কবি পরিচিতি : কায়কোবাদ

Image
কায়কোবাদ  "কায়কোবাদ" ◼️জন্ম - ১৮৫৭ সালে  ◼️আগলা পূর্বপাড়া গ্রাম নবাবগঞ্জ ,ঢাকা। ◼️তার প্রকৃত নাম - কাজেম আল কোরেশী। ◼️ঢাকা সেন্ট গ্রেগরি স্কুলে পড়াশুনা করেন,আর ঢাকা মাদ্রাসা থেকে এন্ট্রাস পাশ করেন। ◼️তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্হ হলো বিরহ-বিলাপ।মাত্র ১৩ বছর বয়সে ১৮৭০ সালে প্রকাশিত হয়। ◼️বিখ্যাত কাব্যগ্রন্হ (২টি) গীতিকাব্য - অশ্রুমালা (১৮৯৬) মহাকাব্য - মহাশ্মশান (১৯০৫) ◼️বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম "সনেট" এবং "মহাকাব্য" রচয়িতা। ◼️আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কায়কোবাদ। ◼️ মহাশ্মশান কাব্যটি "পানি পথের তৃতীয় যুদ্ধ" অবলম্বনে লেখা। ◼️প্রার্থনা কবিতার লেখক "কায়কোবাদ" ◼️অন্যান্য কাব্যগ্রন্হ: "কুসুমকানন" (১৮৭৩) "শিবমন্দির" (১৯২১) "অমিয়ধারা"(১৯২৩) ◼️১৯৩২ সালে তিনি নিখিল ভারত সাহিত্য সংঘ থেকে "কাব্যভূষণ" "বিদ্যাভূষণ" ও সাহিত্যরত্ন উপাধি পান। ◼️১৯৩২ সালে তিনি কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সন্মেলনের মূল অধিবেশনের সভাপতিত্ব করেন। ◼️১৯৫১ সালের ২১শে জুলাই কায়কোব...